Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
 
 বাংলাদেশ ডাক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বিভিন্ন শ্রেনীর প্রায় ৯৮৮৬ টি ডাকঘরের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ দেশব্যাপী ডাক সেবা প্রদান করে আসছে। উত্তরাঞ্চল, রাজশাহী’র ১৬টি জেলার সমন্বয়ে ডাক বিভাগের উত্তরাঞ্চল, রাজশাহী সার্কেল গঠিত। এই সার্কেলের অধীনে ০১টি সার্কেল অফিস, ০৫টি বিভাগীয় অফিস, ০১টি জেনারেল পোস্ট অফিস, ০৫টি ১ম শ্রেণীর পোস্ট অফিস, ১২টি ২য় শ্রেণীর পোস্ট অফিস, ১০৪ টি উপজেলা পোস্ট অফিস, ০২টি সাব পোস্ট অফিস (এল.এস.জি), ১৪০টি সাব পোস্ট অফিস, ৩৮টি অবিভাগীয় সাব পোস্ট অফিস, ০৩টি বিভাগীয় ব্রাঞ্চ পোস্ট অফিস, ১৮৬৬টি অবিভাগীয় ব্রাঞ্চ পোস্ট অফিস সহ মোট ২১৭৭ টি পোস্ট অফিস রয়েছে। এছাড়া বাংলাদেশের ডাক বিভাগের কর্মকর্তাগণের জন্য আন্তর্জাতিক মানের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র “বাংলাদেশ পোস্টাল একাডেমী” রাজশাহীতেই অবস্থিত। ডাক বিভাগের অন্তর্গত বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের প্রশিক্ষণের জন্য একটি পোস্টাল ট্রেনিং সেন্টার ও রয়েছে। রাজশাহী সার্কেল অফিসটি জেলা শহরের উত্তরে নওদাপাড়ায় অবস্থিত। উত্তরাঞ্চল, রাজশাহীর সংস্থাপনাধীনে ১ম শ্রেণীর পদ ২৪টি, ২য় শ্রেণীর পদ ০৯টি, ৩য় শ্রেণীর পদ ১৭৭০টি, ৪র্থ শ্রেণীর পদ ৭১৮টি সহ মোট বিভাগীয় পদ ২৫২১টি বিদ্যমান। এছাড়া অবিভাগীয় কর্মচারীর সংখ্যা মোট ৫২৯২ জন। সার্কেল অফিসটি পিএমজি অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় নামে পরিচিত।